মোঃ আলমগীর, টেকনাফ ::: কক্সবাজারের টেকনাফ পৌরসভার বিভিন্ন এলাকায় চলমান ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেছেন পৌর মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম। এবিষয়ে পৌর মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এখন এগিয়ে চলছে বাংলাদেশ। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’ টেকনাফ পৌরসভায় চলছে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী উন্নয়নের জোয়ার।
গত বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২০ইং সকালে টেকনাফ পৌরসভার বাস স্টেশন হইতে রাশিয়ান ফিশারী পর্যন্ত রোডে ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন কালে এইসব কটা বলেন পৌর মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম। তিনি প্রতিদিনই কোন না কোন উন্নয়ন কাজের তদারকি করেন।
উন্নয়নে চলমান ড্রেন নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান ঠিক রাখার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। এসময় পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।
Leave a Reply